যে দুর্নীতির বিরুদ্ধে আপস না করার কথা বলেন নরেন্দ্র মোদী, এবার সেই দুর্নীতি অস্ত্রেই তাঁকে ঘায়েল করার চেষ্টা শুরু করল গোয়া তৃণমূল কংগ্রেস। ওয়ার্ল্ড আয়ুর্বেদ কংগ্রেস উপলক্ষে রবিবার গোয়ার পানাজিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। তার আগেই গোয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ।
রবিবার পানাজিতে কলা অ্যাকাডেমি সংলগ্ন মাঠে মোদির অনুষ্ঠান। তার এক কিলোমিটারের মধ্যেই আত্মারাম বর্কার রোডের নিজমার সেন্টারে তৃণমূল কংগ্রেসের সদর দফতর। সেখানে বসেই গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক ইয়র্কার দিলেন কীর্তি। জানালেন, ‘ধর্মস্থানের জমি দখল, সরকারি জমি দখল, ধর্ষণ-সহ একাধিক অভিযোগে বিদ্ধ গোয়ার একাধিক মন্ত্রী। আমরা আশা করব, প্রধানমন্ত্রী রবিবারের অনুষ্ঠান থেকে এই সব অভিযোগের উত্তর দেবেন’।
আসলে, গত বিধানসভা ভোটে প্রথমবার লড়েই গোয়ায় সাড়া জাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আসন না পেলেও এবার পঞ্চায়েত ভোটে একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। সঙ্গিম তালুকে সাধারণ কৃষিজীবী মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজসেবা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তৃণমূলের রাখি নায়েক। এ দিন কীর্তি আজাদের সঙ্গে দেখা করতে তিনিও এসেছিলেন পনাজির অফিসে। মেডিক্যাল ক্যাম্প করে ২৫০ লোককে বিনামুল্যে চশমা দিয়েছেন। ৫০ জন লোকের ছানি অপারেশন করিয়েছেন আট দিন ধরে। খেটে খাওয়া গরীব কৃষিজীবী মহিলাদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রাখি। তিনি জানালেন, এখন নির্বাচন হলে আমার তালুকের আশপাশের মানুষও তৃণমূলকে ভোট দেবেন।




