তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে পর পর দুবার গ্রেফতারের ঘটনা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। এবার জামিন পাওয়ার পরেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাকেত। তিনি বলেছেন, ‘বিজেপি যদি মনে করে যে এই গ্রেফতার তাঁর মনোবল ভেঙে ফেলবে তবে তারা হাস্যকরভাবে ভুল করেছে।’ তিনি গুজরাটের ব্রিজ দুর্ঘটনা নিয়ে চুপ থাকবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার জামিন পাওয়ার পর সাকেত বলেছেন, তিনি শুধু অন্য কারও করা একটি টুইট শেয়ার করেছিলেন। সেই কারণেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। অথচ কে সেই টুইট করেছিল সে বিষয়ে পুলিশের কোনও ধারণা নেই।
সাকেত আরও দাবি করেছেন, যে কোম্পানির গুজরাতের সেতু তৈরি করেছিলেন তাদের নাম এখনও এফআইআরে দেওয়া হয়নি। তাঁর দাবি, ‘বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল। জামিন পেয়েছি, পুনরায় গ্রেফতার করা হয়েছিল এবং আবার জামিন পেয়েছি। সবই ৪ দিনের ব্যবধানে। আমার মুক্তির জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ।’
সাকেত গোখলে টুইটারে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর মৌরবি সফরে ৩০ কোটি খরচ হয়েছিল। এরমধ্যে তাঁকে স্বাগত জানানোর জন্যই খরচ হয়েছিল ৫.৫ কোটি টাকা। অথচ মৃত্যুতে মোট ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল ৫ কোটি টাকা।




