কসবার ভুয়ো টিকা ক্যাম্প কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, কসবা কাণ্ড নিয়ে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। পুরো ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে এমনটাই। পাশাপাশি যাঁদের শরীরে ভুয়ো টিকা গিয়েছে তাঁদের শারীরিক অবস্থার দিকে নজরদারি চালানোর জন্য রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেবাঞ্জনের দুই শাগরেদকে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব যাদবপুর এলাকার একটি টিকাকেন্দ্রের উদ্বোধনে কসবার ঘটনা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, ‘আমাদের গোয়েন্দা শাখা বিষয়টির তদন্ত করছে। কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কীভাবে দিয়েছে, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সেটা নিয়ে তদন্ত হবে।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের শহরের বাসিন্দারা পরস্পরকে সাহায্য করতে চান। এটাই আমাদের শহরের একটা বিশেষ চরিত্র। গত দেড় বছরে যে লকডাউন চলছে। এই সময়েও শহরের মানুষরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন। দুঃস্থদের পাশাপাশি পশু পাখিদেরও খাবারের ব্যবস্থা করেছে। ইতিবাচক মানসিকতার মধ্যে থেকেও যে অমানবিক কাজ করেছে এটা তার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়। বিষয়টি দুর্ভাগ্যজনক’।