কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়। এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরোধী শক্তি হিসাবেই পরিচিত। এই প্রেক্ষাপটে প্রণব পুত্রের তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একটি টুইট বার্তায় নিজের অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ।
সোশ্যাল মিডিয়ায় প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় লেখেন, ‘আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে মোদীজিকেও নীরব মোদী, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার সঙ্গে যুক্ত দুর্নীতিকাণ্ডে দোষারোপ করা যেতে পারে। সুতরাং একজন ব্যক্তির কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলা যায় না।’
উল্লেখ্য, ইতিমধ্যে এই ঘটনায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে দেওয়া হয়েছে। রাজ্য সরকার যে গোটা ঘটনাটি কড়া মনোভাব নিয়ে দেখছে, তাও স্পষ্ট। এছাড়া প্রতারক দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কসবা থানায় শুক্রবার আরও তিনটি জালিয়াতির অভিযোগও দায়ের হয়েছে। প্রথম অভিযোগটি দায়ের করেছে একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, ওই সংস্থার ১৭২ জন কর্মীকে টিকা দেওয়ার বিনিময়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিল দেবাঞ্জন দেব। দ্বিতীয় অভিযোগটি করেছেন একজন কন্ট্রাক্টর। নির্মাণের নাম করে তাঁর থেকে ৯০ লক্ষ টাকা নিয়েছিল অভিযুক্ত। তৃতীয় অভিযোগটি করেছে একটি ওষুধ সংস্থা। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ওই সংস্থার থেকে ৪ লক্ষ টাকা নিয়েছিল দেবাঞ্জন।