১৪ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে গোটা দেশের মানুষ শিশুদিবস হিসেবে পালন করে। এবার সেই নিয়েও আপত্তি জানালো বিজেপি। জানা গেছে, দিল্লী বিজেপির সভাপতি তথা লোকসভার সাংসদ মনোজ তিওয়ারি প্রধানমন্ত্রীর কাছে এই মর্মে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি আবেদন জানিয়েছেন, শিশুদিবস ১৪ নভেম্বরের বদলে পালিত হোক ২৬ ডিসেম্বর। কিন্তু হঠাৎ ২৬ ডিসেম্বর কেন শিশুদিবস পালন করার আর্জি জানালেন মনোজ?
সূত্রের খবর, শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংয়ের দুই সন্তানের বলিদানকে শ্রদ্ধা জানাতে চিঠি লিখে শিশুদিবস পরিবর্তনের আর্জি মনোজ তিওয়ারির। মনোজের বক্তব্য, দেশে এমন অনেক শিশুই ছিলেন যাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তবে তাঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম গুরু গোবিন্দ সিংয়ের দুই সন্তান, সাহিবজাদে জোরাবর সিং ও সাহিবজাদে ফতেহ সিং। ১৭০৫ সালের ২৬ ডিসেম্বর পাঞ্জাবের শিরহিন্দ-এ তাঁরা তাঁদের জীবনের বলি দিয়েছিলেন ধর্ম রক্ষা করার জন্য। প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠিতে মনোজ আবেদন জানিয়েছেন, দুই শহিদের এই বলিদান দেশের শিশু মনকে অনুপ্রাণিত করবে। শিশুদের বিকশিত করবে। আমাদের শিশুরা গর্ব বোধ করবে এবং নিজেদের প্রতি আস্থা বাড়বে।
বর্তমানে শিশুদিবস পালিত হয় ১৪ নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষ্যে। সামনেই দিল্লী বিধানসভা নির্বাচন। দিল্লীতে শিখ সম্প্রদায়ের মানুষের বেশ ভালই বসবাস রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তাঁদের গুরুত্বপূর্ণ ভোটের দিকেই যে বিজেপির নজর রয়েছে, তা পরিষ্কার।
পাশাপাশি দিল্লী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছে মনোজ তিওয়ারি। তাই বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টিকে বেশ ভালই কাজে লাগাতে চাইবেন মনোজ, এমনটাই মনে করছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা। দিল্লীর পূর্বাঞ্চলের বাসিন্দা মনোজ। রাজধানীর এই অঞ্চলটি এক বড় জনবসতিপূর্ণ এলাকা। যেখানে শিখ সম্প্রদায়ের বাসও অনেক। তাই শিখ সম্প্রদায়ের বিশ্বাস অর্জনেই মনোজের এই নয়া প্রচেষ্টা বলে মনে করছেন বিশিষ্ট রাজনীতিকরা।