ঝাড়খণ্ডের হবু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জাত তুলে খোঁটা দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ ভাবী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর স্বপক্ষে কাগজে প্রকাশিত একটি প্রতিবেদন দেখিয়েছেন৷ যেখানে রঘুবর হেমন্তকে জাত তুলে খোঁটা দিয়েছেন৷ এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷
জামতারা জেলার মহিজাম থানায় রঘুবরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন হেমন্ত সোরেন। তিনি জানান, নির্বাচন প্রচারের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস তাঁর সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছিলেন৷ শুধু তাই নয় তিনি সেইসঙ্গে আদিবাসীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রঘুবর, যা আদিবাসী হিসাবে হেমন্তকে খুবই আঘাত করেছে।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ সেই সঙ্গে তপশীলি জাতি ও উপজাতি সংরক্ষন আইন ধারায়ও রঘুবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷