রঞ্জি অভিযানের শুরুতেই বাংলা নামছে কেরলের বিরুদ্ধে। সঞ্জু স্যামসন, জলজ সাক্সেনা, বাসিল থাম্পি, রবিন উথাপ্পাদের মতো তারকাদের বিরুদ্ধে নামছে সুদীপ, দিন্দরা। কঠিন প্রতিপক্ষকে পেলেও বাংলা শিবির আত্মবিশ্বাসী। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন এবং কোচ অরুণ লাল, দু’জনেই মনে করছেন, দল সম্পূর্ণ তৈরি হয়েই রঞ্জি অভিযানে নামছে।
আজ, মঙ্গলবার, তিরুঅনন্তপুরমে বাংলা-কেরল দ্বৈরথের আগে অরুণ বললেন, ‘‘পিচ মোটামুটি ঠিকই লাগল। তবে পরের দিকে স্পিন করবে বলে মনে হচ্ছে। আমরা দারুণ ভাবে তৈরি হয়েছি। নতুন মরসুমে নতুন ভাবে শুরু করতে চলেছি।’’ সোমবার রাত পর্যন্ত ঠিক আছে কেরলের বিরুদ্ধে তিন পেসার, দুই স্পিনার নিয়ে খেলতে পারে বাংলা। যে তিন পেসার হতে চলেছেন অশোক দিন্দা, মুকেশ কুমার আর ঈশান পোড়েল। বিতর্ক মুছে আবার বাংলা দলে ফিরে এসেছেন দিন্দা। বাংলার ব্যাটিংকে টানার দায়িত্ব থাকবে অভিজ্ঞ মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়ের উপরে। এ ছাড়া ঈশ্বরন নিজে তো আছেনই।