আমেরিকা, চীন, ইজরায়েল এর পর এবার রাশিয়া। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া এবং তাকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তকে সমর্থন করল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। সংবিধানের মধ্যে থেকেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে জানিয়ে দিলেন রুশ বিদেশমন্ত্রী।
কাশ্মীর ইস্যুতে ক্রমশ আন্তর্জাতিক মঞ্চে একঘরে পাকিস্তান। আমেরিকা, চিন, সৌদি আরব, ইজরায়েল, শ্রীলঙ্কার পর এবার রাশিয়াও জানিয়ে দিল যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে আপত্তি জানানোর মতো কিছু নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুশ বিদেশমন্ত্রী জানান যে, মস্কো চায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাক। কাশ্মীর নিয়ে যে নয়া পদক্ষেপ করা হয়েছে, তার জেরে কোনও পক্ষই যাতে আক্রমণাত্মক সিদ্ধান্ত না নেয়, সে বিষয়টির ওপরেও জোর দিয়েছে রাশিয়া।