নিজের বৌমাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি বিধায়ক মনোজ সোকিনের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করে নিযার্তিতা জানিয়েছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে আর ভাইকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জানুয়ারি তাকে ধর্ষণ করে এই বিজেপি বিধায়ক। সেই ভয়তেই এতদিন পুলিশকে কিছু জানাননি বলেই জানিয়েছেন নির্যাতিতা।
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর পরিবারের সকলের সঙ্গে নতুন বছর উদযাপনের এক অনুষ্ঠানে মীরাবাগ রোডে তাদের এক বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্বামী তাকে আচমকাই বাংলার এক হোটেলে নিয়ে যান। সেখানে আগে থেকে বেশকিছু আত্মীয় উপস্থিত ছিলেন। রাতের পার্টি শেষ করার পর তারা সকলে মীরাবাগের বাড়িতে চলে যান, স্বামীও বন্ধুদের সঙ্গে অন্য জায়গায় যান। নিযার্তিতার অভিযোগ, রাতের শুয়ে পড়ার পর হঠাৎ তার শ্বশুর হোটেলের ঘরে আসেন কথা বলার অজুহাতে। ঘরে ঢুকিয়ে তাকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেন ওই বিজেপি বিধায়ক। প্রতিবাদ করলে মাথায় বন্দুক ঠেকিয়ে এবং ভাইকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই রাতেই তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন মহিলা।
এতদিন বাদে অভিযোগ কেন করলেন এই প্রসঙ্গ উঠতেই তিনি পুলিশকে জানান যে, ভাইকে মেরে ফেলার হুমকির জন্যই তিনি ভয় পেয়েছিলেন, তাই পুলিশে কিছু জানাননি। একইসঙ্গে নির্যাতিতা মহিলা শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।