২০১৪ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে ১ লক্ষ ৪৬ হাজার ৬০১ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর। তাঁর মৃত্যুর এক বছর পরে ২০১৫ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে তাঁর স্ত্রী মমতাবালা ঠাকুর সিপিএম প্রার্থীকে ২ লক্ষ ১১ হাজার ভোটে হারান।এবারের ভোটে সেই ব্যবধানকে আরও বাড়াতে চাইছেন মমতাবালা।
এই লক্ষ্য নিয়েই দিনরাত এক করে নিজের নির্বাচনী এলাকা চষে ফেলছেন মমতা।যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই বিপুল সাড়া পাচ্ছেন তিনি। এই লড়াইতে তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক-সহ দলের সর্ব স্তরের নেতা কর্মীরা। যেভাবে সমর্থন পাচ্ছেন তিনি তাতে জয় যে কার্যত সময়ের অপেক্ষা তা স্বীকার করছেন সকলেই।
দলের ঠিক করে দেওয়া সময় এবং তালিকা মেনে মমতাবালা ছুটে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ইতিমধ্যে তাঁর হয়ে কর্মীসভা করেছেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রচারের গোটা বিষয়ের দেখভাল করছেন জ্যোতিপ্রিয় মল্লিক