চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। রাজ্যে ৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আর সুষ্ঠভাবে ভোট করানোর জন্য বুথে বুথে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল। দুবরাজপুরের কানদিঘির ২৮৪/২৫৯ নং বুথের মধ্যেই গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, বুথের মধ্যেই ভোটারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কেন্দ্র বাহিনী। তারপরই কেন্দ্রীয় বাহিনীর তরফে বুথের মধ্যেই গুলি চালানো হয় বলে অভিযোগ। এমনকী সাধারণ ভোটারও বুথ লক্ষ্য করে ইট ছোঁড়েন বলে অভিযোগ উঠেছে। গুলি চালানোর পর আতঙ্কিত হয়ে ভোটাররা পালাতে গেলে একজন মহিলা ভোটার আহত হন বলে জানা গিয়েছে।
কেন্দ্র বাহিনীর পক্ষ থেকে গুলি চালানোর কোনো স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার পরই ওই ভোটকেন্দ্রে পৌঁছন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁর অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণভাবে বিজেপির হয়ে কাজ করছে। ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে।’