বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার শতাব্দী রায়কে লোকসভা নির্বাচনের ময়দানে কড়া চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন৷ কিন্তু তিনিই ভোট শুরুর প্রথমেই গোল খেয়ে গেলেন। বুথের মধ্যে ফোনে কথা বলায় শোকজ করা হল দুধকুমারকে। সরিয়ে দেওয়া হল ওই বুথের প্রিসাইডিং অফিসারকেও।
সূত্রের খবর, দুধকুমার বুথের ভিতর প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন৷ সেই সময় তিনি ফোনেও কথা বলেন৷ পরে অবশ্য প্রিসাইডিং আফিসার তাকে বুধ থেকে বার করে দেন৷ ব্রাহ্মণবড়হা প্রাথমিক বিদ্যালয়ের যে বুথে ওই ঘটনা ঘটে সেই বুথে তখনও ভোট চালু হয়নি৷ মক-পোলিং চলছিল৷ দুধকুমার পিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে বুথের বিতরে যান৷ কিন্তু তার হাতে ছিল ফোন৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় তা ধরাও পড়ে যায়৷ দুধকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি যখন বুথের ভিতরে গিয়েছিলেন তখনও ভোট শুরু হয়নি৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম৷ আমার খেয়াল ছিল না৷ প্রিসাইডিং অফিসার যখনই বলেছেন, আমি বাইরে চলে এসেছি৷’
জানা গিয়েছে ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহড়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে ভোট দিতে পারেননি অনেক ভোটার।