লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ প্রায় শেষ লগ্নে। নির্বাচনের মাঝেই আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, বারাবনির কাশীডাঙা এলাকায় ১৯৯/২৮৩ নম্বর বুথে তৃণমূল এজেন্টদের হুমকি দেন বলে অভিযোগ। বলেন, ভোটের পরে দেখে নেবেন। এরপর তিনি তর্কাতর্কিও শুরু করেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। তাঁর কথা বলার ভঙ্গি নিয়ে পালটা প্রশ্ন করেন তৃণমূলের এজেন্টরা। এমনকি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশকে হুমকির সুরে বলেন, ‘এতক্ষণ কোথায় ছিলেন? এত দেরি করে আসছেন কেন? বেড়াতে বেরিয়েছেন?’
ঘটনার পরই সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই রিপোর্ট খতিয়ে দেখেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।