আজ সোমবার রাজ্যের ৮ কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। তবে ভোটের চতুর্থীতেই অবিশ্বাস্য ঘটনা ঘটল কেতুগ্রামের একটি বুথে। সেখানে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল খোদ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। যা নিয়ে তপ্ত হয়ে ওঠে বর্ধমানের কেতুগ্রাম।
কেতুগ্রামের খাজি হাইস্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নিয়ম না থাকলেও ওই বুথে সোমবার ভোটারদের সঙ্গে একজন করে বিজেপি কর্মী ঢুকছিলেন এবং ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ। প্রিসাইডিং অফিসারের সামনে গোটা ঘটনা ঘটলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ।
ততক্ষনাৎ তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই তাঁকে সরিয়ে দেয় কমিশন। উল্লেখ্য, সোমবার দিন সকাল ৯টা পর্যন্ত অনিয়মের ১০৭৬টা অভিযোগ কমিশনের কাছে জমা পড়ে। তার মধ্যে ১০০৬টা অভিযোগের সমাধান হয়েছে বলে জানিয়েছে কমিশন।