চলতি লোকসভা নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। আবারও এই ভয়ঙ্কর অভিযোগ তুলল বিজেডি। এই মর্মে শনিবার ওডিশার মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখল বিজু জনতা দল (বিজেডি)। বিজেপি প্রার্থী বৈজয়ন্ত পান্ডার চার সহযোগির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিইও সুরেন্দ্র কুমারকে চিঠি দেয় বিজেডি৷
আর এই বিষয়টি যাতে যত্ন সহকারে বিবেচনা করা হয় সেই আর্জিও জানানো হয়েছে। অভিযুক্তদের মোবাইল ফোনে নজরদারি থেকে কেন্দ্রপাড়া লোকসভা কেন্দ্র থেকে তাদের সরানোরও দাবি জানানো হয়েছে৷ কেন্দ্রপদসহ ৬ লোকসভা কেন্দ্র এবং ৪২ বিধানসভা আসনে ভোট চলবে আগামী ২৯ এপ্রিল৷ যার ফলাফল বের হবে আগামী ২৩ মে৷
এইভাবে বারবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ দেশের নানা প্রান্ত থেকে উঠছে। তাই বিষয়টি আরও একবার সামনে আসতে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে দেশ জুড়ে।