মানুষের জন্য কাজ করার একমাত্র জায়গা হল মমতার তৃণমূল। এইকথা প্রমাণিত হচ্ছে বারংবার। আর তাই বিরোধী শিবির থেকে ক্রমাগত মানুষ যোগ দিচ্ছেন তৃণমূলে। ভোটের আবহেও জারি রইল গেরুয়া শিবিরের ভাঙন। যুব তৃণমূল সভাপতি সুশান্ত মাহাতোর হাত ধরে শনিবার শতাধিক বিজেপি নেতা–কর্মী যোগ দেন তৃণমূলে।
তৃণমূলে যোগ দিলেন তুহিন সিং দেও, সুনীল গরাই, জগন্নাথ গোপ–সহ বহু নেতা–কর্মী ও তাঁদের পরিবার। সুশান্ত মাহাতো বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে অনেকেই বিজেপি–তে গেলেও তাঁরা বুঝতে পেরেছেন মানুষের জন্য কাজ করতে পারবেন না তাঁরা। তা ছাড়া শুধুমাত্র ধর্মের রাজনীতি ছাড়া বিজেপি আর কিছু করেনি। তাই ওই দল ছেড়ে তৃণমূলে ফিরে আসছে।’
এদিন তৃণমূলে যোগ দিয়ে তুহিন সিং দেও–রা বলেন, ‘মানুষের হয়ে কাজ করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই আমরা তৃণমূলে এলাম। লোকসভা নির্বাচনে আমরা এই এলাকা থেকে তৃণমূলকে জয়ী কর
এ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব বলছেন, ‘মানুষ দেখতে পেয়েছেন বিজেপি–র সঙ্গে থাকলে কোনও রকম কাজ করা যাবে না। আর তাই একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে শুরু করেছেন। আগামিদিনে আরও নেতা–কর্মী বিজেপি–তে যোগ দেবেন।’