ফের বেফাঁস মন্তব্য যোগী আদিত্য নাথের। কমিশনের নিষেধাজ্ঞা উঠতে না উঠতেই আবার বেফাঁস বক্তব্য পেশ করলেন। সমাজবাদী পার্টির প্রার্থী শফিকুর রহমানকে ‘বাবরের ছেলে’ বললেন তিনি। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে যোগীকে ৭২ ঘন্টা প্রাচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কমিশন। সেই ৭২ ঘন্টা শেষ হবার পর গতকাল ছিল তাঁর প্রথম প্রচার সভা।
এই প্রচার সভায় যোগী দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রী হবার পর কোনো গোষ্টীদ্বন্দ্ব হয়নি উত্তরপ্রদেশে। একইসঙ্গে শফিকুরকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা কি একটা রাষ্ট্রদ্রোহী, জঙ্গী, উন্নয়ন বিরোধী মানুষকে বেছে নেবেন, যে বাবরের ছেলে”।
যোগী অভিযোগ করেছেন, প্রাক্তন সরকার ক্ষমতায় এসে শুধু মুসইমদের জন্য সমাধি বানিয়েছিল। হিন্দুদের কোনও কাজে আসেনি। শুধু এই নয়, সমাজবাদী পার্টির সঙ্গে নিজের দলের প্রার্থীর কথা উল্লেখ করে যোগী জানিয়েছেন, সম্ভল লোকসভা কেন্দ্রে এমন দু’জনের মধ্যে লড়াই, যার একজন অন্ধ দেশভক্ত আরেকজন ‘বাবরের সন্তান’ বলে নিজেকে দাবি করে।