চার বছর বিদেশে কাটিয়েছেন মোদী। বাকি সময়টা মানুষের মুণ্ড নিয়ে ফুটবল খেলেছে। নদিয়ার পানিঘাটার সভায় এভাবে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়,’৫ বছরের মধ্যে সাড়ে চার বছর বিদেশেই কাটিয়েছেন মোদী। এখন দিল্লীতে মোদীর আসন টলমল করছে। রোজ মিথ্যা কথা বলতে বলতে মোদীদের জিভে পোকা পড়ে গিয়েছে’।
মমতা এদিন বলেন, ‘বিজেপি নেতাদের দুঃসাহস হয়ে গিয়েছে। তারা বিভিন্ন মিটিং-এ গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি। কিছু করেছি কিনা তার জবাব মানুষ দেবে।’ এরপরই কলকাতার বড় ৪০টা পুজো কমিটিকে ব্যয়ের খরচ নিয়ে ইডির তলব প্রসঙ্গে মোদীকে বিঁধে মমতা বলেন, ‘দুর্গাপুজোর কমিটিগুলিকে মামলায় জড়াচ্ছে, এরা আবার পুজো নিয়ে কথা বলে। হঠাৎ করে গদা নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়েছে। কার মাথা ভাঙবে? হিন্দু ধর্ম কে বদনাম করতে বেড়িয়েছে। ওদের ভোট দেবেন না।’
মোদীর বিদেশ সফর, আসামের এনআরসি, বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতিগুলি-সহ একাধিক বিষয়ে মোদীকে একহাত নেন মমতা। নদিয়াবাসীকে প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, ‘আগামী দিনে নদিয়ার মসলিন শিল্প বাঁচাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জেলায় তৈরি হচ্ছে ৬৪ লক্ষ টাকা ব্যয়ে মসলিন হাব। নবদ্বীপে হেলিপ্যাড, নতুন রাস্তা তৈরি হবে পর্যটক এবং পুণ্যার্থীদের জন্য’। বিজেপির উদ্দেশ্যে মমতার বক্তব্য, ‘বাংলায় ঘুরে বেড়াচ্ছে। ভাবছে হিন্দু মুসলমান করে যদি কিছু পায়। ওরা অতিথি। সরপুরিয়া, কাঁচাগোল্লা, মিহিদানা খাওয়ান। একটা ভোটও দেবেন না’।
