তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামলেন আইনজীবীরা। রীতিমত মঞ্চ বেঁধে প্রচারে নেমেছেন তাঁরা। প্রার্থীদের প্রচারে থাকছেন তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্করপ্রসাদ বৈশ্য৷ তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রচার চালাচ্ছি প্রার্থীদের হয়ে। সেখানে সব দলের আইনজীবীরা থাকছেন”।
এর মধ্যে ছ’টি জেলায় তারা প্রচার চালিয়েছেন। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারীর হয়ে প্রচার করেছেন আইনজীবী সেল। আগামী সোমবার মানস ভুঁইয়ার সমর্থনে প্রচার করবেন তারা। এক পথসভার আয়োজন করেছে আইনজীবী সেল। যদিও এই প্রচারের ময়দানে নেই পদ্মশিবির। বিজেপি আইনজীবী সেলের তরফে এমন কোনো কর্মসূচী নেই বলে জানান হয়েছে।