ইস্টবেঙ্গল লালরিনডিকা রালতের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল। এই পাহাড়ি ফুটবলারের সঙ্গে আরও দু’বছরের চুক্তি করল লাল-হলুদ দল। গতবার আই লিগে রানার্স ও দু’বার মোহন বাগানকে হারানোর নেপথ্যে ডিকারের অবদান অনস্বীকার্য। ইস্ট বেঙ্গলের প্রায় ঘরের ছেলে বলেই পরিচিত লালরিনডিকা রালতে। বিতর্কের শতযোজন দূরে থাকা এই ফুটবলার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন লাল-হলুদ জার্সি গায়ে। খুবই কার্যকরী ফুটবলার হিসেবে স্প্যানিশ কোচ দারুণ পছন্দ করেন লালরিনডিকা রালতেকে।
সদ্য শেষ হওয়া আই লিগে বারবার বাজিমাত করেছেন ইস্টবেঙ্গল মিডফিল্ডার। তাই সময় নষ্ট না করে ডিকার সঙ্গে চুক্তি সেরে ফেলল লাল-হলুদ দল। এর আগে মিজো উইঙ্গার ব্রেন্ডন আর স্প্যানিশ ডিফেন্ডার বোরজা পেরেজের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে কোয়েস ইস্টবেঙ্গল এফ সি। তবে আইএসএল দলগুলোর মধ্যে থাকা চুলোভা আর ড্যান মাভিয়া রালতেকে এখনও নিশ্চিত করতে পারেনি ক্লাব। দুই ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চললেও তাদের রাখার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না লাল-হলুদ কর্তারা। এদিন পাহাড়ি এই উইং হাফ বলেন, “আবার আলেজান্দ্রোর কোচিংয়ে খেলতে পারব ভেবে ভালো লাগছে। যতদিন ইস্টবেঙ্গলে খেলব, নিজের সেরাটা উজাড় করে দেব”।




