চলছে লোকসভা নির্বাচন। সেইসঙ্গে চলছে প্রচার। আর প্রচার মঞ্চ থেকে একে অপরকে আক্রমণেরও বিরাম নেই। বাকযুদ্ধে ভোটের আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সংযোজন হয়েছে কমলনাথের বাক্যবাণ। এইবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে কটাক্ষ করেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। রবিবার এক জনসভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘সেনা নিয়ে রাজনীতির’ অভিযোগ করে কমলনাথ বলেন, ‘জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী যখন দেশের নিরাপত্তা বাহিনীকে গঠন করেছিলেন, মোদী তখনও পায়জামা, প্যান্ট পরতে শেখেননি।’
মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার হরসুদে এক র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এইরকম আক্রমণ করেন কমলনাথ। তিনি কটাক্ষ করেন, ‘BJP কেন্দ্রে ক্ষমতায় থাকলেই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী হামলা হয়। মোদী দেশের নিরাপত্তা নিয়ে ভাষণ দেন। ওনার আগে কি দেশ নিরাপদ ছিল না?’ আর শুধু এই বলেই ক্ষান্ত থাকেননি তিনি। আরও একধাপ এগিয়ে তিনি নেহেরু ও ইন্দিরা গান্ধীর নাম করে আক্রমণ করেন মোদীকে।
এছাড়াও কালো টাকা ও বেকারত্ব বিতর্কে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন কমলনাথ। প্রধানমন্ত্রীকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেন তিনি।