চলতি মরশুমের আইপিএলে ছয় ম্যাচের ছয়টি হেরে এই সময় অস্বস্তিতে রয়েছে বিরাটবাহিনী। সাত নম্বর ম্যাচে জয়ের মুখ দেখতে মরিয়া বেঙ্গালুরু। এই আইপিলে খুব খারাপ সময় গেছে তাঁদের তাই স্বাভাবিক রাস্তা ছেড়ে বেরিয়ে অন্য পথে প্র্যাক্টিস করে জয় হাসিল করতে চাইছেন বিরাটের দল। মোহালির স্টেডিয়ামের পিছনের নেটে শুক্রবার বিরাটকে দেখা গিয়েছে একেবারে অন্য রকম কিছু শট খেলতে। কপি বুকের সেই সব শটগুলোর মধ্যে ছিল দিলস্কুপও। কিছুক্ষণ আনঅর্থডক্স এই শটগুলি প্র্যাক্টিস করে অবশ্য নিজস্ব ঢঙে ফিরে আসেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে আরসিবি সমর্থকরা ইতিবাচক কিছু হওয়ার আশা করতেই পারেন।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তা অবশ্য অন্য জায়গায়। এই পারফরম্যান্সের ছাপ বিশ্বকাপেও পড়বে না তো বিরাটের উপর? তবে অভয় দিচ্ছেন সুনীল গাভাসকর। তিনি বলছেন, “একজন ভালো প্লেয়ারের গুণ হল, পরের বলের জন্য নতুন ভাবে ফোকাস করে দাঁড়ায়। বিরাট সেই জাতের। আমার মনে হয় না, আরসিবির পারফরম্যান্সের জাতীয় দলে বিরাটের উপর কোনও প্রভাব ফেলবে”। তবে আইপিএলে বিরাটের টিমের সমর্থকরা অবশ্য আশা খুঁজবেন ডেল স্টেইনের অন্তর্ভুক্তিতে। কিন্তু স্টেইন ২০১৬ সালে শেষ খেলেছিলেন। এ বার দক্ষিণ আফ্রিকান পেসারকে নেওয়া হয়েছে চোট পাওয়া অজি পেসার নাথন কুল্টার নাইলের পরিবর্ত হিসেবে। এবার দেখার পালা বিরাটবাহিনী সাত নম্বর ম্যাচে জয়ের মুখ দেখতে পারে কিনা।