ধর্ম নিয়ে রাজনীতি কখনই করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তাই সব ধর্মের মানুষই সমান গুরুত্ব পায় মমতার বাংলায়। সমস্ত ধর্মের উৎসবই পালন করেন মমতা। আগামীকাল উদযাপন করা হবে রামনবমী। আর সেই কারণে রামপুরহাটে বিলি করা হবে ৩০ হাজার সবুজ লাড্ডু।
রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করবে তৃণমূলের রামনবমী উদ্যাপন কমিটি। ওই শোভাযাত্রায় থাকবে রামের মৃন্ময়ী মূর্তিও। শুক্রবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রামনবমীর দিন হনুমান পুজো করারও নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেছেন, বিজেপির থেকে বেশি ভিড় হবে তৃণমূলের রামনবমীর শোভাযাত্রায়।
বোলপুরে দলীয় কার্যালয়ের বৈঠক শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতবাবু বলেন, রামনবমীর দিন দলের পক্ষ থেকে জেলার সর্বত্র হনুমান পুজো করা হবে। শোভাযাত্রায় ওদের থেকে বেশি লোক হবে। রামপুরহাটে রামনবনী পালন উপলক্ষে ৩০ হাজার সবুজ লাড্ডু বিলি করা হবে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল।
রামনবমী উদ্যাপন কমিটির সভাপতি তথা তৃণমূলের রামপুরহাট শহর কমিটির কার্যকরী সভাপতি সৌমেন ভকত বলেন, “ওইদিন সকালে রামের মূর্তি পুজোর পর হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় ৩০ হাজার লাড্ডু বিলি করা হবে। সঙ্গে থাকবে কীর্তন ও বাউল গানের দল। তবে কোনও অস্ত্র ব্যবহার করা হবে না। দুপুরে সকলের বসে খাওয়ার ব্যবস্থা থাকছে”।
অন্যদিকে আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, “আমরা অন্যান্যবারের মতো এবারও রামনবমীর আয়োজকদের অর্থ সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু, বিজেপির বাধায় তা করতে পারিনি। তবে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে আর্থিক সাহায্য করব। তখন বিজেপি আর বাধা দেওয়ার মতো অবস্থায় থাকবে না। ওদের সংসদ সদস্য এবারের নির্বাচনেই বিদায় নেবে”।