মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর সেখানেই আজ ঝড় উঠল। ঝড়ের নাম জস বাটলার। আর তাঁর ব্যাটেই নাস্তানাবুদ হতে হল রোহিতদের। মুম্বইয়ের মুখের কাছে থেকে জয় ছিনিয়ে নিল ‘গোলাপি বাহিনী’।
প্রথমে ব্যাট করে মুম্বই ১৮৮ লক্ষ্য রাখে রাজস্থানের সামনে। ঘরের মাঠে চেনা ছন্দে ছিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে ওপেন করতে আসা কুইন্টন ডি’ককও খেলে ফেলে এক বড় রানের ইনিংস। রোহিত (৪৭) ও ডি’ককের (৮১) প্রথম উইকেটের পার্টনারশিপে ওঠে ৯২ রান। রোহিত ফিরে গেলে আর কেউই সেভাবে রান পান নি। পোলার্ড (৬), ঈশান কিষান (৫), সূর্যকুমার (১৬)-রা ব্যর্থ হন। রাজস্থানের হয়ে সর্বোচ্চ উইকেট নেন জোফরা আর্চার। তাঁর ঝুলিতে ৩ উইকেট।
রাজস্থান ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝড় তোলে। অধিনায়ক রাহানের ব্যাট থেকে আসে ৩৭ রান। রান পান সঞ্জু স্যামসনও (৩১)। ব্যর্থ হন স্টিভ স্মিথ (১২), রাহুল ত্রিপাঠী (১), লিয়াম লিভিংস্টোন(১)-এর মত ব্যাটসম্যানরা। তবে সব ব্যর্থতা একা কাটিয়ে দেন বাটলার। তাঁর ব্যাট থেকে যেন ছয়ের বৃষ্টি পড়ছিল। একাই মারেন ৭টি ওভার বাউন্ডারি। মাত্র ৪৩ বলে আসে ৮৯ রান। যদিও শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারেন নি তিনি। রাহুল চাহারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। ৩ উইকেট নেন মুম্বইয়ের ক্রুনাল পান্ডিয়া।
তবে শেষে ম্যাচটা জিতিয়ে ফেরেন শ্রেয়স গোপাল। তা নাহলে জেতা ম্যাচ মাঠেই ফেলে আসতে হত রাহানাদের। ব্যর্থ যেত বাটলারের অমূল্য ইনিংস। তাঁর ব্যাটের জোরেই ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।