মোদীর জন্মভূমিতেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত বাবুভাই সেনমা। নামটা কারোর কাছেই পরিচিত নয়। কারন তিনি মেহসানা জেলার নন্দালি গ্রামের এক দলিত পরিবারের একজন সদস্য। গ্রামটার নামও অনেকের কাছে আনকোরা। তবে গ্রামটার একটি বৈশিষ্ট্য আছে। এই গ্রামেই জন্মেছিলেন নরেন্দ্র মোদী। আর আজ তিনি দেশের প্রধানমন্ত্রী কিন্তু তাঁর জন্মস্থানের দলিত পরিবাররাই এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
এই গ্রামে পাঁচ দলিত পরিবার এখন বর্তমান। আর পুরো গ্রাম এই পরিবারদের ‘বয়কট’ করেছে। কিন্তু কেন? এর গল্পটা যে একটু অন্যরকম। সেই গল্পই শোনা গেল বাবুভাইয়ের কাছ থেকে। তিনি বলেন যে ২০১৬ এপ্রিলে মেহসানা জেলা উদ্যোগ কেন্দ্রে গিয়েছিলেন পুত্রবধূর জন্য একটা সেলাই মেশিনের আবেদনপত্র নিয়ে। সরকারি প্রকল্পেই ওই মেশিন পাওয়া যায় বলে শুনেছিলেন। তাঁর কথায় উঠে আসে এক মর্মান্তিক কাহিনী। সেটা হল অনেকটা এইরকম। যে সরকারি কর্মীর কাছে ওই আবেদনপত্র জমা দিতে গিয়েছিলেন, তিনি নন্দালির বাসিন্দা। কিন্তু ওই কর্মী তাঁর আবেদনপত্র না নিয়ে জানিয়ে দিয়েছিলেন, তাঁর পুত্রবধূ সেলাই মেশিন পাবেন না। কেন? জি়জ্ঞেস করায় উনি চটে গিয়েছিলেন। তার পর দু’এক কথায় বচসা বেধে গেল। তাঁর গালে একটা চড় কষিয়ে দিয়েছিলেন ওই সরকারি কর্মী! এর পর বাবুভাই জেলাশাসকের সঙ্গে দেখা করে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন।
এই অভিযোগই কাল হল বাবুভাইদের। কারণ তারপরই সেই সরকারী কর্মচারী গ্রামে এসে গ্রামের সাত দলিত পরিবারকে বয়কটের দাবি জানান। আর সেই দাবি মেনেও নিয়েছিলেন গ্রামবাসীরা। সরকার সেইভাবে কোনো পদক্ষেপ নেয়া নি বলেও অভিযোগ করেন তিনি। তাই তাঁরা এইবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে বলেন, ‘মোদীজি প্রধানমন্ত্রী। তাঁর জন্মভূমিতেই যদি দলিতদের এই হাল হয়, তা হলে আর কী-ই বা বলার থাকে।’
শুধু মোদীর জন্মস্থানই নয়। এই মেহসানাতেই নিজের পড়াশোনা করেছেন অমিত শাহ। আনন্দীবেন প্যাটেল, নীতিনভাই প্যাটেলের মত বড় বড় বিজেপি নেতাদেরও জন্মভূমি এই জেলাতেই। আর লোকসভা নির্বাচনে বিজেপি প্রথম এই জেলা থেকেই জিতেছিল। তাই বলাই চলে এই জেলা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আর সেখানেই এইরকম মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।
আর এখানে ব্যর্থ মোদীর নেওয়া ‘স্বচ্ছ ভারত অভিযান’। কারণ এই জেলাশহরের পাশেই ‘দুর্গন্ধ ভারতের’ চিত্র স্বমহিমায় বর্তমান। প্রশাসনকে বলেও কোনো কাজ হয় নি। সরে নি নোংরার ঢিবি। হয় নি শৌচালয়। রাস্তায় যেন নর্দমা। প্রশাসন নির্বিকার। দলিতরা আজ মোদীর জন্মভূমিতেই উপেক্ষিত।