বিজেপির ‘নাগরিকত্ব বিল নিয়ে রাজনৈতিক চর্চা চলছেই। কারণ এই বিল-ই বিরোধীদের অন্যতম হাতিয়ার মোদী সরকারের বিরুদ্ধে। উত্তর-পূর্ব ভারত এমনিতেই এই বিল নিয়ে অখুশি। সেখানকার বিভিন্ন সংঘটনের কথাতেই সে কথা স্পষ্ট হয়েছে। আর তার মাঝেই অমিত শাহ জানিয়েছেন তাঁরা ফিরে এলেই সারা দেশে এই বিল লাঘু করবে। আর এই বিল লাঘু হলে সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরই। এমনই মনে করছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর।
শুক্রবার বারাসাতে জেলা শাসকের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদিকদের কাছে ‘নাগরিকত্ব বিল’ নিয়ে নিজের আশঙ্কার কথা জানান মমতা বালা। তাঁর কথায়, ‘কেন্দ্র যে নাগরিকত্ব বিল পাস করার কথা বলছে তাতে সব থেকে বেশি ক্ষতি হবে ওপার বাংলা থেকে আসা মানুষদের। দীর্ঘদিন আগে যারা এসেছেন কিন্তু উপযুক্ত নথি নেই তাঁদের মারাত্মক প্রতিকূলতার মধযে পরতে হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষদের মারাত্মক ক্ষতি হবে।’
বনগাঁ-র তৃণমূল নেত্রী আরও আশঙ্কা করছেন যে
এই নাগরিকত্ব বিল পাশ হলে আসামের মত পরিস্থিতি তৈরি হতে পারে এই রাজ্যে। তবে তিনি এও জানান তৃণমূল কখনই বিজেপির পরিকল্পিত ‘নাগরিকত্ব বিল’ সমর্থন করবে না।
প্রসঙ্গত, মতুয়া সম্প্রদায়ের মানুষেরা আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার ফরিদপুরে। দেশভাগের পরে তাঁরা এদেশে এসে বাস করতে শুরু করেন। তাই এই বিল ওপার বাংলা থেকে আগত শরণার্থীদের ক্ষতির মুখে ফেলবে বলে সবসময় বিলের বিরোধীতা করেছে তৃণমূল। আসামের নাগরিকপঞ্জির তালিকা নিয়েও বারবার সরব হয়েছে তৃণমূল।