লোকসভা ভোটে গাঁধীগিরির পন্থাই কাজে লাগাতে উদ্যোগী হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায় , ‘ভোট করতে হবে শান্তিপূর্ণভাবে।’
চলতি মাসের ২৯ তারিখেই ভোট হবে অনুব্রতর ডেরায়। আর সেখানেই ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘বিরোধীদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না৷ বিরোধীরা এক গালে মারলে আরেক গাল পেতে দিতে হবে৷ কিন্তু অশান্তি করা যাবে না৷ ভোট করতে হবে শান্তিতে৷’
বীরভূমে অনুব্রতর জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে। তবে তাঁর জনপ্রিয়তা শুধু যে দেশের মধ্যে সীমাবদ্ধ নেই তাও বোঝা গেল তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে। তাঁদের কথায় খোদ মার্কিন মুলুক থেকে স্বীকৃতি পাচ্ছেন অনুব্রত। তাঁরা আত্মবিশ্বাসের সুরে জানালেন যে সংগঠন মজবুত। ভোট জয়ে আশাবাদী তাঁরা।