শেষ হল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। বাংলার আলিপুরদুয়ার ও কোচবিহারে ছিল প্রথম দফা ভোটের তালিকায়। আর এই দুই জেলায় মোটের উপর শান্তির পরিবেশ বজায় ছিল বলে জানান কমিশন।
নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসাবে বিবেক দুবেকে দায়িত্ব দিয়েছিল কমিশন। তিনিই এদিন ভোটগ্রহণের পর সাংবাদিকদের বলেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশ সহযোগিতা করেছে বলেও জানান তিনি। রাজ্য পুলিশ যে দক্ষতার সাথে কাজ করেছে সেটাই তাঁর কথায় উঠে এসেছে।
প্রসঙ্গত বিকেল তিনটে পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ। আলিপুরদুয়ারে সেই সংখ্যা আরও ৩ শতাংশ বেশি। ৭১.৪৪ শতাংশ ভোটের পরিমান আলিপুরদুয়ারে।
কিছু বিচ্ছিন্ন অশান্তির খবর পাওয়া গেলেও মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ ছিল এই দুই জেলাতেই। নির্বাচন কমিশন যেরকম চেয়েছিল সেইরকম ভোটই করানো সম্ভব হয়েছে বলে জানান বিবেক দুবে।