এবার লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে বিরোধীদের সবচেয়ে বড় হাতিয়ার দুর্নীতি। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বললেন যে এবার ক্ষমতায় এলেই দেশ থেকে দুর্নীতি দূর করবেন তিনি। ভাগলপুরের সভা থেকে মোদী জানান, ‘মোদীকে ফেরান, দেশ থেকে দুর্নীতি সাফ হয়ে যাবে।’ এই থেকেই প্রশ্ন উঠেছে তাহলে মোদী শিকার করেই নিলেন তাঁর জামানায় দুর্নীতি বেড়েছে। এই নিয়েই বিরোধীদের নিশানায় মোদী।
প্রসঙ্গত, তার জামানাতেই রাফাল দুর্নীতি, নীরব মোদী, বিজয় মাল্যর দেশ ত্যাগের মত ঘটনা ঘটেছে। আর সেইগুলোই হাতিয়ার বিরোধীদের। তাদের অভিযোগ উন্নয়ন ছেড়ে মোদী সেনার নামে ভোট চাইছেন। সেনা নিয়েও রাজনীতি করছেন মোদী এমনই কথা শোনা গেছে বিরোধীদের থেকে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে মোদী হাতিয়ার করেছিল দুর্নীতির বিরুদ্ধে। আর ক্ষমতায় আসার পাঁচ বছর পরও তাঁর গলায় একই সুর। প্রশ্ন এখানেই উঠছে তাহলে এই পাঁচ বছরে কি করলেন তিনি? নাকি তাঁর জামানায় দুর্নীতি নিয়ে বিরোধীদের করা অভিযোগ পরোক্ষ ভাবে শিকার করে নিচ্ছেন তিনি? এই ঘটনায় বিরোধীরা মন্তব্য করেন যে প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে চলছেন। তাই তাঁর জামানায় হওয়া এত দুর্নীতি তাঁর নজরেই আসছে না।