আগামীকাল অর্থাৎ ১১ এপ্রিল সারা দেশ জুড়ে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। ৭ দফা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে প্রথম দফার নির্বাচন হবে ১১ এপ্রিল। আর নির্বাচন শুরু হওয়ার আগেই মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন মায়াবতী।
বহুজন সমাজবাদী পার্টির প্রধান বুধবার অভিযোগ করেন রাফাল যুদ্ধ বিমান চুক্তি নিয়ে দেশকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত। মায়াবতী টুইট করে বলেন জাতীয় সুরক্ষার নামে রাফাল যুদ্ধ বিমান চুক্তির বিষয় মোদী সরকারের চেষ্টা অসামঞ্জস্যতা ও দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন দেশের শীর্ষ আদলতে আটকা পড়েছে বিজেপি।
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে মায়াবতী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত সংসদের বাইরে এবং ভেতরে ক্রমাগত মিথ্যে কথা বলে যাওয়ার জন্যে ও দেশকে ভুল পথে চালনা করার জন্যে। তিনি বলেন প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয় রাফালের বিষয় খোয়া যাওয়া নথি গুলিকে গুরুত্ব দেওয়া হবে। এর পরেই বহুজন সমাজবাদী পার্টির প্রধান এই কথাগুলি বলেন।