ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বড়সড় ‘অস্ত্র’ হাতে চলে এসেছে বিরোধীদের হাতে। । রাফালের ফাঁস হওয়া গোপন ফাইলকে সামনে রেখে আইনের পথে হাঁটা যাবে, আজই এই সম্মতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর এটাই ভোটের মুখে বিরোধীদের পক্ষে চলে গিয়েছে।
প্রসঙ্গত, মোদী সরকার চেয়েছিল, ফাঁস হওয়া রাফালের সেই গোপন ফাইলকে সামনে রেখে ভোটের মুখে যাতে আবার আদালতে না যেতে পারেন বিরোধীরা। কিন্তু শীর্ষ আদালত এ দিন কেন্দ্রীয় সরকারের সেই ‘গোপনীয়তা রক্ষা’র আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে রাফাল কাণ্ডে ফাঁস হয়ে যাওয়া গোপন নথি দেখতে রাজি আদালত। ভোটের মুখে এটাই অন্যতম জয় বিরোধীদের পক্ষে সেটাই মনে করছে বহু রাজনীতিবিদ।
সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের গৃহীত এই রায়কে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতা রণদীপ সুর্যেওয়াল বলেন, ‘মোদীজি, আপনি যতই ছুটুন আর যতই মিথ্যা বলুন না কেন, আজ হোক বা কাল সত্যটা বেরিয়ে আসবেই আসবে। রাফালে কেলেঙ্কারির কঙ্কালগুলি একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে। এ বার আর ‘সরকারি গোপনীয়তা’র আড়াল দিয়ে সেই সব ঢাকাচাপা দেওয়া যাবে না।’
উল্লেখ্য, কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল। আর তারপরই রাফাল নিয়ে কিছু গোপন নথি ফাঁস হয়ে যায় সংবাদ মাধ্যমে। তখনই কেন্দ্র সুপ্রিম কোর্টে আর্জি জানায় যে এইসব নথি আদালতে প্রামাণ্য হিসেবে স্বীকৃত হতে পারে না। কারণ মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গিয়েছে। সেই আর্জিই খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। তারা ফাঁস হওয়া নথিও প্রামাণ্য দলিল হিসাবে বিবেচনা করে দেখবে বলে জানিয়ে দেয়।
নির্বাচনের দোরগোড়ায় রাফাল নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির। সেটাই অস্ত্র করে বিরোধীরা আগামী প্রচার জোরদার করবে বলে মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা।