[Total_Soft_Poll id=”2″]
এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তোপ দাগল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ বিজেপি একাধিকবার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশনকে এই বিষয় জানানো সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এ ছাড়াও বিজেপিকে নোটবন্দী নিয়ে আক্রমণ করে কংগ্রেস।
কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও দেখিয়ে দাবি করা হয় নোটবন্দীর সময় হওয়া দুর্নীতির যাবতীয় প্রমাণ আছে এই ভিডিওতে। কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বল বলেন বিজেপি সভাপতি অমিত শাহের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছিল একাধিক দফতর থেকে অফিসাদের নিয়ে। তিনি বলেন হিন্ডন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন মন্ত্রক ও বাণিজ্যিক সংস্থার নোট। নোটগুলি নিয়ে গেছিল সেই গঠিত দল। এর পর নোটগুলি বদলানোর জন্যে নিয়ে যাওয়া হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কে। দাবি করা হয় এই কাজের জন্যে ৩৫ থেকে ৪০ শতাংশ অব্দি চার্জ নেওয়া হয়েছিল।
[Total_Soft_Poll id=”3″]