বেল ম্যাজিক। না এটা কোন খেলোয়াড়ের নাম নয়। এ হল ক্রিকেট স্টাম্পের বেল। স্টাম্পে বল লাগলেও ‘বেল’ না পড়ায় ম্যাচে জীবনদান পাচ্ছে ব্যাটসম্যান। এইরকমই একাধিক ঘটনা ঘটছে এইবার আইপিএলে।
প্রসঙ্গত, গতকাল কলকাতা-রাজস্থানের ম্যাচে ১৩ রানের মাথায় কুলকার্নি বল ক্রিস লিনের ব্যাটে লেগে স্টাম্পে লেগে বাটলারের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারির পার হয়ে যায়। আউট নিশ্চিত জেনে বল ধরেনি রাজস্থানের কোনো ফিল্ডার। উল্লাস ওঠে স্টেডিয়ামে। কিন্তু আম্পায়ার আউট দেন নি। কারণ স্টাম্পে বল লাগলেও ‘বেল’ তো পরে নি। আর ‘বেল’ না পড়ায় ক্রিজ ছাড়তে হয়নি কলকাতার এই অজি ব্যাটসম্যানকে। যা হতবাক করে দিয়েছে রাজস্থানের খেলোয়াড় থেকে ধারাভাস্যকাররা পর্যন্ত। স্বয়ং লিনও হতবাক। তারপরই তাঁর ব্যাট থেকে আসে ৫০ রানের ঝকঝকে এক ইনিংস।
ম্যাচ শেষে মুহূর্তে ম্যাচের এই অংশের ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করে বলেছে ‘ইয়ে ফেভিকল কা জোর হ্যা’। ট্যুইটারের ঝড় উঠেছে। এই ক্লিপই ভাইরাল হয়েছে।
এই আইপিএল এইরকম ঘটনা এটাই প্রথম নয়। শনিবারই এমন ঘটনা ঘটেছে চিপকে চেন্নাই-পাঞ্জাবের ম্যাচে। চেন্নাইয়ের জাদেজার বল কে এল রাহুলের ব্যাটে লেগে কিছুটা যায় কিন্তু ধোনীর ক্ষিপ্ততায় সেই বল তুলে স্টাম্পে মারে। স্টাম্পের আলো জ্বললেও বেল না পড়ায় প্রাণ ফিরে পায় রাহুল।
নিয়ম অনুযায়ী স্টাম্পের আলো জ্বললেও বেল না পড়লে সেটা আউট হিসাবে ধরা হবে না। তাই ভাগ্যের সহায়তায় বেঁচে যাচ্ছে রাহুল-লিনরা। আর এমন কান্ড দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন একটি ট্যুইট করে ক্রিকেটের নিয়ম বদলানোর দাবিতে সরব হয়েছে।