প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এনআরসি প্রশ্নে মোদীকে ধুয়ে দিলেন অনুব্রত। তাঁর হুঁশিয়ারি, “বাংলায় এনআরসি করতে এলে মোদীকে আমরা এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব”। রবিবার খয়রাশোলে ও সিউড়িতে দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন অনুব্রত। সিউড়ি ইনডোর স্টেডিয়ামে জেলার কলেজ ও বিদ্যালয়স্তরের সমস্ত শিক্ষকদের নিয়ে নির্বাচনী প্রচার করেন বীরভূমের তৃণমূল সভাপতি। সভায় তিনি বলেন, “অত ভেবে লাভ নেই। মোদী আর ফিরে আসবে না। কারণ যে গুটিকয়েক মানুষ ভারতবর্ষকে দেউলিয়া করে দিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে, মোদী তাদেরই দালালি করেছেন”। এদিন সিউড়িতে দলের শিক্ষা সেলের এই সভায় অনুব্রত ছাড়াও বক্তব্য পেশ করেন জেলার মন্ত্রী আশিস ব্যানার্জি, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, দলের সহ–সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ।
অনুব্রত এদিন বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জোরেই এ রাজ্যে ভোট হবে। জেতার জন্য নয়, আমরা মার্জিন বাড়ানোর জন্য লড়ছি”। এদিন খয়রাশোলের নির্বাচনী সভায় অনুব্রত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, “মোদী এখন অনেক বড় বড় কথা বলেছেন। বলছেন, পশ্চিমবঙ্গেও নাকি এনআরসি করা হবে। তার মানে বাংলাদেশ থেকে আসা হিন্দু ও মুসলিমদের এই দেশ থেকে তাড়িয়ে দেবে। আর আমরা চুপচাপ বসে থাকব না, মোদিকেই ঘাড় ধরে পশ্চিমবাংলা থেকে বের করে দেব”।
মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরেই এবার দিল্লীর সরকার হবে। মমতা বন্দোপাধ্যায়কেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। মোদী আসামের ২৫ লক্ষ হিন্দু ও ১৫ লক্ষ মুসলমানকে বলছেন তোমরা আসাম ছাড়ো। কই মা–মাটি–মানুষের মুখ্যমন্ত্রী তো তা একবারও বলেন না। মমতা সবসময় বলেন, আমার সংসার আরও বড় হোক। সমস্ত রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে যেন শান্তিতে বসবাস করেন। অনুব্রত প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতিতে যদি সাহস থাকে তাহলে বীরভূম কেন্দ্রের প্রার্থী হয়ে প্রমাণ করুন তিনি সত্যিই চৌকিদার”।