তৃণমূলের হয়ে মানুষের উন্নয়ণের জন্য কাজ করেন তিনি। কিন্তু এবার তাঁর ভালো মানসিকতার পরিচয় পেল মানুষ। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। ওড়িশার এক পথ হারানো বৃদ্ধাকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন শ্যামল সাঁতরা। তাঁর এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সবাই চাইছেন বৃদ্ধার বাড়ির লোকের হাতে তাঁকে তুলে দেওয়া হোক।
গত সোমবার রাত দশটা নাগাদ নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে জয়পুর জঙ্গলে এক অপরিচিতা বৃদ্ধাকে রাস্তার ধারে বসে থাকতে দেখে গাড়ি থামান তিনি। তাঁর সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন অপরিচিত বৃদ্ধা বাঙালি নন, হয়তো ওড়িশার বাসিন্দা। বৃদ্ধাকে তাঁর সঙ্গে থাকা কেক ও জল খেতে দেন। পরে বিষ্ণুপুর থানার হাতে তুলে দিয়ে তাকে বাড়ি ফেরানোর ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। তিনি বলেন, “প্রচার শেষে গাড়িতে বাড়ি ফেরার পথে জঙ্গলের মধ্যে একাকি ঐ বৃদ্ধাকে দেখে সন্দেহ হয়েছিল। তাই গাড়ি থামাই। গাড়িতে থাকা কেক ও জল দেওয়ার পর কথা বলে জানতে পারি উনি উড়িষ্যার বাসিন্দা। উনি সুস্থভাবে নিজের বাড়িতে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেছি”।