লোকসভা নির্বাচনকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ৷ কার ভাগ্যের শিকে ছিঁড়বে সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে সমীক্ষা৷ চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ জোর দিয়ে জানালেন, লোকসভায় ১৬০-এর বেশি আসন বিজেপি পাবে না৷
কংগ্রেসে বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রাজীব শুক্লার ভাই বিনোদ শুক্লার যোগদানের অনুষ্ঠানে কমলনাথ জানান, লোকসভায় ১৬০-এর বেশি আসন পাবে না বিজেপি। পাশাপাশি জানিয়ে দেন, মধ্যপ্রদেশে ২৯ টি আসনের মধ্যে ২২ টি জিতবে কংগ্রেস। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে এই মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল বিজেপি। অন্যদিকে জানা গেছে, রেওয়া লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস টিকিট দিতে পারে বিনোদ শুক্লাকে৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ধীরজ পান্ডে এবং শ্যাম শ্রীবাস্তব সহ প্রায় ৩০ জন হাত শিবিরে যোগ দেন৷
মিশন শক্তি নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করে কমল নাথ বলেন, ‘মাটিতে ভালো কাজ করলে মহাকাশে কাজ করার প্রয়োজন হত না৷’ সম্প্রতি বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপির ভরাডুবি হয়। সরকার গড়ে কংগ্রেস। কমলনাথ এদিন জানান, তিন-চার দিনের মধ্যেই তাঁর রাজ্যে বাকি কংগ্রেস প্রার্থীর নাম ঘোষিত হবে।
