মুকুল রায় ও দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্ঘর্ষে ভেস্তে গেল বিজেপির কর্মীসভা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ব্যারাকপুরের লেনিনগড়ে। ঘটনায় প্রায় ৮ জন আহত হয়েছেন। তবে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি।

জানা গেছে, এদিন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে কর্মীসভার আয়োজন করে বিজেপি। সেখানে সভা চলাকালীন সভাস্থলের মধ্যেই সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে মুকুল রায় ও দিলীপ ঘোষ গোষ্ঠী। প্রথমে গালিগালাজ। সেখান থেকে হাতাহাতি। তারপর সভার চেয়ার নিয়েই একে অন্যের দিকে ছুঁড়তে থাকে মুকুল-দিলীপের অনুগামীরা। মুহূর্তে সভাস্থল রণক্ষেত্রের চেহারা নেয়। গোলমালের জেরে বাতিল করে দিতে হয় কর্মীসভা।

মুলু রায় ও দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে এমন প্রকাশ্য সঙ্ঘাত নতুন নয়। হিঙ্গলগঞ্জ, বসিরহাটেও ব্যারাকপুরের সভার পুনরাবৃত্তি হয়েছিল। লোকসভা ভোটের মুখে এভাবে বারবার দলীয় কোন্দল প্রকাশ্যে এসে যাওয়ায়, স্বভাবত বেকায়দায় বিজেপির রাজ্য নেতৃত্ব।