দেশ জুড়ে অসংখ্য মানুষ প্যান–আধার সংযোগ করতে গিয়ে বিপাকে পড়ছেন। তার উপর আজ, ৩১ মার্চ এই সংযুক্তিকরণের শেষ দিন। প্যান এবং আধার সংযুক্তিকরণ করতে হবে আয়কর বিভাগের ওয়েবসাইট ‘www.incometaxindiaefiling.gov.in’–এ গিয়ে। অনেকেই এই সংযোগ অনলাইনে করতে গিয়ে পারছেন না। কারণ একসঙ্গে লাখ লাখ মানুষ সংযুক্তিকরণের চেষ্টা করতে থাকায় অনেক সময় ওয়েবসাইটটি খুলছে না। ৩১ মার্চের মধ্যে আধার সংযুক্তি না হলে বাতিল হবে প্যান কার্ড। আর প্যান না থাকলে আয়কর জমা দিতে সমস্যা হবে। চাকরিজীবীদের বিপাকে পড়তে হবে প্রভিডেন্ড ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে। কারণ, সেখানে প্যান এবং আধার নম্বর দেওয়া না থাকলে প্রয়োজনে টাকা তোলা কিংবা অবসরের পর প্রভিডেন্ড ফান্ড বাবদে প্রাপ্য অর্থ নিজের অ্যাকাউন্টে পেতে সমস্যা হবে। পেনশন পেতেও সমস্যায় পড়তে হবে।
অনেকে আবার প্যান আধার কীভাবে সংযোগ করতে হবে, সেটি বুঝে উঠতে পারছেন না। সংযুক্তিকরণের পর তা সফল হল কি না, তা জানবেন কীভাবে, তা–ও বুঝতে পারছেন না। অনেকেরই বক্তব্য, কোথাও হেল্প ডেস্ক নেই। ফলে সমাধানের উপায়ও নেই। কাউকে আবার প্যান এবং আধারের নামে বানানের হেরফেরে সমস্যায় পড়তে হচ্ছে। কারও আধারে নামের আগে ‘শ্রী’ বসিয়ে দেওয়া হয়েছে। প্যানে ‘শ্রী’ নেই। ফলে সংযোগ হচ্ছে না। কারও বাবা প্রয়াত হয়েছেন। প্যানে ‘লেট’ শব্দটি নেই। অথচ আধারে রয়েছে। সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে। অনেকের আবার প্যানে নাম–পদবি ঠিকই থাকলেও আধারে পদবি আগে নাম পরে রয়েছে। প্যান কার্ডে নিজের নাম এবং বাবার নামের বানানের সঙ্গে আধারেরটা না মিললে সংযুক্তিকরণ হচ্ছে না। সে ক্ষেত্রে কী করণীয় জানতে আয়কর বিভাগের দেওয়া টোল–ফ্রি ১৮০০ ১০৩ ০০২৫ নম্বরে ফোন করলে সাড়া মিলছে না। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।