মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং পাহাড় নিয়ে তাঁর ভালবাসার কথা বলেই সকলের মন জয় করলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাই। মানুষের কাছে পৌঁছতে প্রায় ২৮০০ মিটার হাঁটলেন তিনি।
রাজ্যের সবচেয়ে উঁচু পোলিং বুথের নাম শ্রীখোলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ মিটার উঁচুতে। যেখানে না আছে বিদ্যুৎ, না যান চলার রাস্তা। ভোটার মাত্র ৯১২। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৮০ কিমি দূরে। দুর্গম এই এলাকায় যেতে হলে ট্রেকিং ছাড়া বিকল্প নেই। ৬০ কিমি পর্যন্ত গাড়ি যায়, বাকিটা হাঁটাপথ। কিন্তু সেই দুর্গম এলাকাতেও পৌঁছে গেলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাই। সর্বোচ্চ বুথের সামান্য আগে লোদামার একটি ছোট্ট মাঠে সভাও করলেন। অবাক করা বিষয় হল, এমন দুর্গম এলাকায় প্রার্থী পৌঁছনোর খবর শুনে নানা প্রান্তের পাহাড়ি মানুষজন ছুটে এলেন। দেখতে দেখতে ভরে গেল মাঠ। মোর্চার কেন্দ্রীয় কমিটির কার্যকর সভাপতি সতীশ পোখরেল জানান, ‘আমাদের প্রার্থী ৩ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন।’
বিনয়পন্থী মোর্চার দার্জিলিং মহকুমা কমিটির সম্পাদক সন্দীপ ছেত্রি জানান, ‘জিএনএলএফ অবস্থান বদলের পর থেকে আজ পর্যন্ত প্রায় ২০০ জিএনএলএফ নেতা মোর্চায় যোগ দিয়েছেন। ভোট যত এগোবে, জিএনএলএফ ততই দুর্বল হবে। মোর্চা সমর্থিত প্রার্থীর জয়কে কেউ আটকাতে পারবে না।’ এই সভাতে তৃণমূল ও বিনয়পন্থী মোর্চা নেতাদের একসঙ্গে প্রচার। সতীশ পোখরেলের মতো নেতার সঙ্গে তৃণমূলের রাজেন মুখিয়া, সারদা রাই সুব্বারাও ছিলেন। অমর জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পাহাড়ে এত উন্নয়ন হয়েছে। সেই ধারাকেই বজায় রাখতে চান তিনি।