বিগত প্রায় একসপ্তাহ ধরে উত্তর মালদহের তৃণমূল প্রার্থী মৌসম নুর নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে জনসংযোগ শুরু করেছেন৷ তাঁর এই প্রচারে ভোট রাজনীতি হয়ে উঠেছে সরগরম৷ কাজ করার জন্যই যে তৃণমূলে এসেছেন তা আগেও বলেছেন তিনি৷ এবার অডিও মাধ্যমে প্রচার করবেন তাঁর তৃণমূলে আসার কারণ৷
তৃণমূল সূত্রে খবর, গোটা উত্তর মালদহ জুড়ে তাঁর রেকর্ড করা বক্তব্য ট্যাবলোয় করে ঘুরতে থাকবে৷ মৌসমের দাবি যাঁরা তাঁকে নির্বাচন করেছেন তাদের জানার অধিকার আছে কেন তিনি তৃণমূল প্রার্থী হয়েছেন৷
মৌসম জানালেন, বিজেপি যেভাবে ভেদাভেদের রাজনীতি করে ধর্মের ভেদাভেদ করছে তাতে মানুষ বিপদের সম্মুখীন, তা রুখতেই তিনি তৃণমূলে৷ তিনি আরও জানালেন, বিজেপিকে রুখতে এবং প্রকৃত উন্নয়ন করতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন৷ সেই বিষয়টিই প্রচারে তুলে ধরছি৷