ভোটের মুখেই বড় সাফল্য পেল মমতার বাংলা। এমনিতেও গোটা বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ইত্যাদি সব ক্ষেত্রেই সামগ্রিক উন্নয়নে কেন্দ্রের তুলনায় ঢের এগিয়ে থাকে বাংলা। সংসদের বার্ষিক খতিয়ানেও উঠে এল এমনই তথ্য। দেশের ৫৪৩ জন সাংসদের মধ্যে বালুরঘাট লোকসভা আসনের গতবারের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ কাজের বিচারে অষ্টম স্থান পেয়েছেন।
সংসদীয় ওই বার্ষিক খতিয়ানের নিরিখে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের সমস্তটাই খরচ করেছেন তিনি। এ ছাড়াও সংসদের প্রশ্নোত্তর পর্বে মোট ২৪ বার অংশ গ্রহণ করেছেন। সংসদে প্রশ্ন করেছেন মোট ২৬ বার। এ ছাড়াও তিনি সংসদ চলাকালীন ৮৬ শতাংশ দিন উপস্থিত ছিলেন লোকসভায়। সমস্ত দিক বিচার করে পার্লামেন্টারি বিজনেস প্রকাশ করা হয়েছে। তাতে গত লোকসভার ৫৪৩ জন সাংসদের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। সেখানেই তিনি অষ্টম স্থান পান।
অর্পিতা ঘোষ জানান, ৫ বছর ধরে তিনি বালুরঘাট লোকসভা এলাকার উন্নয়নের জন্য কাজ করে গেছেন। এই লোকসভা এলাকার সমস্যার কথা, রেলের সমস্যার কথা লোকসভায় তুলে ধরার চেষ্টা করেছেন। বেশিরভাগ সময়েই লোকসভায় হাজির থাকার চেষ্টা করেছেন। তাঁর কাজের নিরিখেই সারাদেশের সমস্ত সাংসদের কাজের মূল্যয়ন করা হয়েছিল। এই সাফল্যে তিনি খুশি।
বিষয়টি জানার পরেই দক্ষিণ দিনাজপুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাংসদের এই কীর্তি। একজন যোগ্যতম সাংসদকে পুনরায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংসদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলের অর্থ খরচ, প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ, সংসদে প্রশ্ন করা ও সংসদ চলাচালীন সেখানে অংশগ্রহণের নিরিখেই এই মূল্যায়ন করা হয়েছে। নির্বাচনের মুখে আরও দ্রুতগামী হল মমতার উন্নয়নের রথ।