ফের বিপাকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর বিরুদ্ধে ১১ টিরও বেশি মামলা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি ভিন রাজ্যে ও জামিন অযোগ্য। তাই এমন ‘দাগী’ বিজেপি প্রার্থীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি লিখল তৃণমূল।
নিশীথ প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। তৃণমূলের দাবি, নিশীথের জমা করা হলফনামার প্রতিলিপি তাঁদের হাতে এসেছে। নিশীথ প্রামাণিক নিজেই সেই হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে এই মুহূর্কে ১১ টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ২টি ভিনরাজ্যের ও জামিন অযোগ্য। এই হলফনামার প্রতিলিপি হাতে আসার পর থেকেই নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১ টি নয়, আরও বেশি মামলা রয়েছে। তিনি চেপে গিয়েছে। ব্যাঙ্ক ডাকাতির মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মুহূর্তে তাঁকে গ্রেফতার করতে হবে। নিশীথের মতো দাগী আসামিকে বাইরে রাখা হলে ভোটের কাজে বিঘ্ন ঘটতে পারে’। এরপরেই নিশীথের গ্রেফতারির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল।
কোচবিহারের এই বিজেপি প্রার্থী প্রথম থেকেই বিতর্কিত। প্রার্থী পদে তাঁর নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তৃণমূলের ‘ছাঁটাই’ নেতাকে প্রার্থী হিসাবে মানা হবে না বলে বিক্ষোভও দেখান তাঁরা।
