নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দক্ষিণের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা কমল হাসান। এদিন চেন্নাই ছাড়ার আগেই কমল জানান, বৈঠক রাজনৈতিক। সোমবার দুপুর দুটো নাগাদ তিনি কলকাতায় পৌঁছন। বিজেপি বিরোধী জোট গঠনের প্রচেষ্টা আরও জোরদার করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। কলকাতায় কমল হাসানের সঙ্গী ছিলে রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
দুপুরে নবান্নে মমতার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কমল হাসান বলেন, ‘আন্দামানে তৃণমূলের জোটসঙ্গী এমএনএম। আমি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করব’।
বাংলায় ৪২-এ ৪২-এর টার্গেটের পাশাপাশি বাংলার বাইরেও তৃণমূলের প্রতীকে প্রার্থী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক আসন হল আন্দামান। এই আসনে আট বারের কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে এই আসনেই ঘাসফুল প্রার্থী ছিলেন অয়নের মা অনিতা মণ্ডল। এই আসনেই তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে কমল হাসানের মক্কল নিধি মইয়ম। প্রসঙ্গত, আন্দামানে বাঙালির পাশাপাশি তামিল ভোটব্যাঙ্কও রয়েছে। তাই সব মিলিয়ে এদিন মমতা ও কমল হাসানের বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।