মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের হোলি উৎসবে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘বাংলা সবাইকে আপন করে নিতে জানে। কেউ যদি বারণ করে কারও সঙ্গে মিশতে-বসতে-খেতে, শুনবেন না। বাংলা সেই পথে চলে না’।
নাম না করে বিজেপিকে কটাক্ষ হেনে মমতা বলেন, ‘ওদের থেকে আমাদের ধর্ম শিখতে হবে না’। হিন্দুত্বের বার্তা দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ‘ক্ষমতা থাকলে মন্ত্রোচ্চারণে আমার সঙ্গে প্রতিযোগিতায় নামুন’।
এদিন কলকাতা ও শহরতলির অবাঙালি মানুষদের উদ্দেশ্যে খুব একটা রাজনৈতিক বক্তব্যে যাননি মমতা। বরং দোলের আমেজে উৎসবকেন্দ্রিক বাংলার নানা দিক তুলে ধরেন তিনি। মমতা বলেন, ‘বাংলায় সব ধর্মের সকল অনুষ্ঠান হয়ে থাকে। শান্তিতেই হয়। কিন্তু এখন দিল্লী থেকে কিছু লোক বাংলায় এসে বদনাম ছড়াচ্ছে’।
রঙয়ের উৎসবে নানা ধরণের প্ররোচনা যে আসবে, সে নিয়ে সতর্কও করে দেন মমতা। তিনি বলেন, ‘অনেকেই চাইবে এটা। কিন্তু আপনারা রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন’।