গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক তথা সে রাজ্যের স্পিকার প্রমোদ সাওয়ান্ত। জানা যাচ্ছে, আজ সোমবার রাতেই শপথ নিতে পারেন তিনি। পাশাপাশি, শরিকদের অভিমান ভাঙাতে জোড়া উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন দাভালিকর এবং গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সারদেশাই হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।
গোয়ার মুখ্যমন্ত্রীর পদে দৌড়ে ছিলেন সুধীন দাভালিকর এবং বিজয় সারদেশাই। নিতিন গড়কড়ির নেতৃত্বাধীন বৈঠকে শরিকদের অভিমান ভাঙিয়ে শেষমেশ নিজদের দলের বিধায়ককে মুখ্যমন্ত্রী পদে বসাতে সক্ষম হয় বিজেপি। রবিবার সন্ধ্যায় প্রয়াত হন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। বছর ৬৩-র ওই বিজেপি নেতা বছরখানেক ধরে অগ্নাশ্যয়ের ক্যানসারে ভুগছিলেন। তা সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৭ সালে গোয়ায় সরকার গঠনের চাবিকাঠি ছিলেন পর্রীকর। তিনি মুখ্যমন্ত্রী হলে তবেই সমর্থন দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছিলেন শরিকরা। সেই পরিস্থিতিতে গোয়ার সরকার গড়তে পর্রীকর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে গোয়া ফিরে যান। ফলে সরকার বাঁচাতে ভগ্নস্বাস্থ্য নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
ফলে তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই গোয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়। পর্রীকরের বদলি কে হবেন, সেটা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সেই আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িও। গোয়ায় বিজেপির বিধায়ক মাইকেল লোবো জানিয়েছেন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক সুদিন দাভালিকর মুখ্যমন্ত্রিত্বের দাবি জানিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ বিজেপি। ফলে বিজেপি ও শরিক দলের মধ্যে আলোচনা ঐকমত্যে পৌঁছতে পারেনি। লোবোর দাবি, রবিবার রাতভর সমস্যার সমাধান হয়নি বটে। তবে সোমবারের মধ্যে ঠিক হয়ে যাবে যে কে হবেন গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী।
সেই অনুযায়ী পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকে বসে বিজেপি। প্রমোদ সাওয়ান্ত আগে গোয়া বিধানসভার স্পিকার ছিলেন। রবিবার রাতভর আলোচনার পরে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার জন্য শরিকদের রাজি করায় বিজেপি। বিনিময়ে দুই শরিক দল থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন বলে স্থির হয়। আপাতত জানা গিয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন ধাভালিকর ও গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।
প্রসঙ্গত, ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক আছেন ১২ জন। দুই শরিক দলের বিধায়ক আছেন তিন জন করে। এছাড়া তিন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন করেছেন। সব মিলিয়ে কোনও রকমে ২১ জন বিধায়কের সমর্থনে সরকার গঠন করেছে বিজেপি।
