রাজ্যে সংখ্যালঘু হয়েও সরকারে বিজেপি। কিন্তু গোয়ায় এককভাবে সংখ্যাগরিষ্ঠ তারাই। এই যুক্তিকে সামনে রেখেই এবার গোয়ায় সরকারে থাকা বিজেপিকে সরিয়ে তাঁদের সরকার গড়তে দেওয়ার দাবি জানাল কংগ্রেস। রাজ্যপালের কাছে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে।
গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর রাজ্যপালকে চিঠি লিখেছেন। তাঁর দাবি, বিজেপির নেতৃত্বে থাকা সরকারকে সরিয়ে দিতে হবে। কারণ বিজেপি সংখ্যালঘু। এবং কংগ্রেস সবচেয়ে বড় দল হওয়ায় তাদেরই সরকার গড়তে দিতে হবে। একইসঙ্গে তিনি এ-ও বলেছেন যে, গোয়ায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করলে তা বেআইনি হবে।
প্রসঙ্গত, কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। তবে আসন কম থাকা সত্ত্বেও বিজেপি বাকি দলগুলির সঙ্গে জোট করে সরকার গড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মনোহর পারিক্কর। তবে বর্তমানে তিনি অসুস্থ। বিজেপি সরকার হীনবল। মানুষের আস্থাও হারিয়েছে তারা। তাই দেরি না করে অবিলম্বে রাজ্যের সবচেয়ে বড় দল কংগ্রেসকে সরকার গড়তে দেওয়া হোক। রাজ্যপালের কাছে এমনই দাবি জানালেন কাভলেকর।