যখন ক্রিকেটমহলে জল্পনা চলছে যে, বিশ্বকাপের স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে কে থাকবেন, দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ! তখনই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দিয়েছেন অন্য ইঙ্গিত। তাঁর মতে, দু’জনের কেউই হয়তো থাকবেন নাল স্কোয়াডে।
ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার কে হবে তাই নিয়ে জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে স্কোয়াডেই রাখা হয়নি কার্তিককে। সেই সিরিজেই শেষ দুই ম্যাচে সুযোগ পান ঋষভ পন্থ। কিন্তু, তিনি ভরসা জোগাতে পারেননি।
প্রসঙ্গেই সৌরভ বলেছেন, “আমি দীনেশ কার্তিকের চেয়ে ঋষভ পন্থকে এগিয়ে রাখব। কার্তিক বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু কেদার যাদবের মতো দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেনি। এমন হতেই পারে যে কার্তিক-ঋষভ দু’জনেই হয়তো স্কোয়াডের বাইরে থাকল”।