আর্থিক দুরবস্থার জন্য কর্মীদের ফেব্রুয়ারির বেতন এখনও দিতে পারেনি কেন্দ্রীয় সরকারি সংস্থা বিএসএনএল। সংস্থার ১,৭৬,০০০ কর্মী এখনও ফেব্রুয়ারির বেতন পাননি। গত প্রায় ৫ বছর ধরে ধুঁকছে বিএসএনএল। তবে মাসের শুরুতে কর্মীরা বেতন পাননি এমন ঘটনা এই প্রথম।
বিএসএনএল-এর পুনরুজ্জীবনের দাবিতে ইতিমধ্যে টেলিকম মন্ত্রী মনোজ সিনহার সঙ্গে দেখা করেছেন সংস্থার কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া বেতন চোকাতে বরাদ্দ মঞ্জুর করুন মন্ত্রী। একই সঙ্গে সংস্থার পুনরুজ্জীবনের আবেদন জানিয়েছেন তাঁরা।
আয়ের প্রায় ৫৫ শতাংশ কর্মীদের বেতন দিতেই খরচ হয়ে যায় বিএসএনএল-এর। প্রতি বছর এই খরচ বাড়ে ৮ শতাংশ হারে। তবে সেই হারে আয় বাড়েনি সংস্থার। যদিও বিএসএনএল-এর এক আধিকারিক জানিয়েছেন, কেরাল, জম্মু ও কাশ্মীর ও উড়িষ্যায় ফেব্রুয়ারির বেতন দেওয়া শুরু হয়েছে। টাকা এলে বাকিদের বেতনও ধীরে ধীরে দেওয়া হবে।
