আই লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব ক্লাব সুপার কাপের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ২৩ মার্চ থেকে সুপার কাপের প্র্যাকটিস শুরু হবে জেনে দেশে ছুটি কাটাতে গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। সাময়িক ছুটি দেওয়া হয়েছে বাগান ফুটবলারদেরও। এই আবহেই আই লিগের ৭টি ক্লাব জোট বেঁধে ফেডারেশনকে চিঠি দিয়ে জানাল, দাবি না মানলে তারা সুপার কাপ বয়কট করবে।
শুধু চিঠিই নয়, ইতিমধ্যেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে মোহনবাগান ও মিনার্ভা পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে, একই পথে হাঁটতে চলেছে ইস্টবেঙ্গল সহ আই লিগের আরও ৫ ক্লাব। সূত্রের খবর, আই লিগের দলগুলোর সঙ্গে অবিচার করা হয়, এই মর্মে মেল করেছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, চেন্নাই সিটি এফসি, মিনার্ভা পাঞ্জাব, আইজল এফসি, গোকুলম কেরালা ও নেরোকা এফসি। কিন্তু ফেডারেশনের তরফে এই মেলের কোনও জবাব দেওয়া হয়নি। তারপরেই এই দলগুলি ফেডারেশনকে চিঠি লিখে জানায়, তারা সুপার কাপ খেলতে ইচ্ছুক নয়। ফেডারেশন সচিব কুশল দাস এই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছেন বলে খবর।
ফেডারেশন সচিব কুশল দাসকে পাঠানো চিঠিতে তারা লিখেছে, এর আগে আই লিগের ক্লাবগুলির তরফে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, আই লিগের ক্লাবগুলি তাঁর সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে মিটিং করতে চান। কিন্তু আজ পর্যন্ত চিঠির উত্তর প্রফুল্ল প্যাটেল জানাননি। তাছাড়া আর্থিক ভাবেও আই লিগের ক্লাবগুলিকে বঞ্চিত করছে ফেডারেশন। এই অবস্থায় সুপার কাপ খেলা সম্ভব নয়। যতক্ষণ না ফেডারেশন আই লিগের ক্লাবগুলির দাবি মানছে, ততক্ষন পর্যন্ত সুপার কাপে তারা নেই।
আই লিগের পর সব ক্লাবের প্র্যাকটিস বন্ধ। এখন সুপার কাপে খেলতে হলে ফের ফুটবলারদের পিছনে খরচ করতে হবে। যা লিগের ছোট ক্লাবগুলির পক্ষে সমস্যার। তাই বেশিরভাগ ক্লাবই চাইছে না সুপার কাপ খেলতে। সুপার কাপ না হলে আইএসএলের দলগুলি কী করবে? তারা তো খেলার জন্য তৈরি। ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে, সুপার কাপ এই মরশুমে না হলে, আইএসএলের দলগুলিও আপত্তি জানাবে না। তাদেরও বাজেট বাঁচবে। তাই যে দাবিগুলি নিয়ে আই লিগের সাত ক্লাব জোট বেঁধে সুপার কাপ না খেলার দাবি জানিয়েছে, সেই দাবিগুলি মানবে না ফেডারেশন। সেদিকেই তাঁরা পা বাড়িয়েছেন। দেখানোর চেষ্টা হবে, ফেডারেশন সুপার কাপ করতে চায়। কিন্তু ক্লাবগুলি চায় না। কেবলমাত্র রিয়েল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স, শিলং লাজং ও ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজ জানিয়েছে, তাদের সুপার কাপ খেলতে কোনও সমস্যা নেই। তবে আই লিগের প্রধান ৭ দল নাম তুলে নিলে আদৌ সুপার কাপ হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।