রাজ্যের সব বুথকে অতি সংবেদনশীল ঘোষণা করতে বিজেপির দাবির তীব্র সমালোচনা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ রাজ্য হওয়া স্বত্বেও অহেতুক বাংলাকে নিয়ে বিজেপি স্পর্শকাতরতা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মমতার কথায়, বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি। মানুষকে অপমান করছে। কটাক্ষ করে বলেন, ওরা মানসিক রোগের শিকার। ওদের মাথা খারাপ হয়ে গেছে।
গতকাল তালিকা ঘোষণা করার পর আজ বুধবার ৪২ প্রার্থীকে নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক হয় এই বৈঠকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ”বাংলার সব বুথকে কেন অতিস্পর্শকাতর ঘোষণা করা হবে? ওরা কী ভাবছে, আমাকে নিয়ন্ত্রণ করবে? বিজেপি বাংলার মানুষকে অপমান করছে। বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। বিজেপি মিথ্যা কথা বলছে।’
একইসঙ্গে বিজেপির কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, ‘ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হলে কিছু হয় না। বেছে বেছে বাংলাকেই টার্গেট করা হয় অপমান করার জন্য। মোদী-অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার জন্যই এই আক্রমণ চলছে। কিন্তু আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ওদের কোনও রাজনৈতিক দল বলেই মনে করি না’।
